সেনাবাহিনীর নতুন দায়িত্বে ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি ভারতের সেনাবাহিনীতে যুক্ত আছেন। গত ওয়ানডে বিশ্বকাপের পর সেনা ট্রেনিংও করেছেন। ন্যাশানল ক্যাডেট কর্প (এনসিসি) কেমন কাজ করছে তা দেখার জন্য ১৫ জন সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই এনসিসি তদারকি কমিটিতে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে নেওয়া হয়েছে আনন্দ মহিন্দ্রাকেও।

ধোনির সেনাবাহিনীর প্রতি ভালবাসা অজানা নয়। বিভিন্ন সময় সেনাবাহিনীর বিভিন্ন কাজে তাকে যোগ দিতেও দেখা গছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ধোনি।

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তদারকি কমিটির কাজ হচ্ছে এনসিসির উন্নতির দিকে নজর দেওয়া। এনসিসি ক্যাডেটদের কীভাবে আরও কাজের সঙ্গে যুক্ত করা যায় সেই দিকে নজর দেবে এই কমিটি।

এর আগে সেনাবাহিনীতে সাম্মানিত লেফ্টানেন্ট কর্নেলের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। এনসিসি তদারকি কমিটিতে নেওয়ার খবর জানার পর ধোনিকে সম্মান জানিয়েছে তার আইপিএল দল চেন্নাই সুপার কিংস।

ইনস্টাগ্রামে ধোনির একটি ছবি পোস্ট করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। যাতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর পোশাকে ভারতীয় পতাকার সামনে দাঁড়িয়ে ধোনি। নীচে লেখা, ‘দেশের কাজে নিযুক্ত। এর জন্য বাকি সব কিছু অপেক্ষা করতে পারে।’