স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন মোস্তাফিজ

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে একদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় গত রবিবার রাতে আরব আমিরাতের পথে সাকিবের সঙ্গী হতে পারেননি মোস্তাফিজুর রহমান।

আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ফিজ ও তার স্ত্রী।

এ বিষয়ে বিসিবির কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম খান বলেন, ‘গতকাল যাওয়ার কথা ছিল। টিকিটও কাটা ছিল। কিন্তু ভিসা হাতে না পাওয়ায় যেতে পারেননি মোস্তাফিজ। আজ যাচ্ছেন এবং সঙ্গে তার স্ত্রীও যাবেন।’

এদিকে আইপিএলে মোস্তাফিজ এই মৌসুমে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। করোনার কারণে আসর বন্ধ হওয়ার আগে দলের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নেন বাঁহাতি এই পেসার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে।