হয় মরব, না হয় মারব : সাইফউদ্দিন

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সাইফউদ্দিন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, প্রথম রাউন্ড এবং উত্তীর্ণ হয়ে মূল পর্বে যাওয়ার পরেও বাংলাদেশে সাথে দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ নেই। তবে দুই দলই সেমিফাইনালে উঠলে দেখা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ সাইফউদ্দিনের লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের উইকেট শিকার।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক ব্যাটসম্যান মিলারের কাছে বেধড়ক মার খেয়েছিলেন সাইফউদ্দিন। এই পেসারের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন মিলার। এবার মিলারকে সামনে পেলে তাই সাইফউদ্দিনের লক্ষ্য মিলারের উইকেটটি শিকার করার।

সাইফউদ্দিন বলেন, “হয় মরব, নাহয় মারব। যেহেতু একবার মরেছি তাই এবার চেষ্টা থাকবে মারার। হয়তো আবারও মার খেতে পারি কিন্তু এসব নিয়ে লুকোচুরি নেই। সবসময়ই চেষ্টা থাকবে উইকেট নেওয়ার।”