অবশেষে বিপৎসীমার নিচে নামল যমুনার পানি

মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ১৭ দিন পর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ১৮ সে.মি পানি কমে বিপৎসীমার ৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার (৮ আগষ্ট) দুপুর ৩ টার দিকে যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো.ফারুক হোসেন এতথ্য জানান।

এ সময় ফারুক হোসেন জানান, ২২ আগষ্ট (শনিবার) সকাল ৬ টায় এ পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করে। ১৭ দিন পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে পানি বিপৎসীমার নিচে নেমেছে। ফলে চরাঞ্চলের বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি আরো জানান, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে জানানো হয়েছে।