আইপিএলেও নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি

সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি দলের পর এবার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। আইপিএলের চতুর্দশ অর্থাৎ চলতি আসরের পর আর দলকে নেতৃত্ব দেবেন না তিনি।

এদিকে ব্যাঙ্গালোরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিষয়টি জানান কোহলি নিজেই। তবে একইসাথে কোহলি জানিয়েছেন, আইপিএলে যতদিন খেলবেন ব্যাঙ্গালোরের হয়েই খেলবেন।

এ ব্যাপারে কোহলি বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই হবে আমার শেষ আইপিএল। আইপিএলে নিজের শেষ ম্যাচ পর্যন্ত আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় হয়ে থাকব। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য এবং সমর্থন করার জন্য দলটির সব সমর্থককে আমি ধন্যবাদ জানাই।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আকস্মিক বার্তায় ভারত টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি, খেলবেন দলের সাধারণ সদস্য হিসেবে। তবে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন।