আজও ব্যাট হাতে নামতে পারলেন না তামিম

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। কিন্তু দুর্ভাগ্য, বাইশ গজে ব্যাট হাতে নামতেই পারছেন না টাইগার এই ওপেনার। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি হয়েছে পণ্ড। ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি।

প্রথম ম্যাচে মাঠে নেমে ১০ ওভার ফিল্ডিং করেছে তামিমের ভাইরাহাওয়া। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে প্রতিপক্ষ পোখারা রাইনোসের ৬৫ রানে ৭টি উইকেট ফেলে দিয়েছিল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।

রাইনোসের ৬৫ রানে ৭টি উইকেট ফেলে দিয়েছিল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এই ম্যাচ দুর্দান্ত এক থ্রোতে গুনারত্নেকে রান আউট করেছেন তামিম। এরপরই বৃষ্টি-বাধায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিকে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের পরবর্তী ম্যাচ ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে।