আত্মবিশ্বাসের দিক থেকে আমরা বিশ্বের শীর্ষ দশেঃ বাংলাদেশ কোচ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চার আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল এবার ‘ভালো করার’ ব্যাপারে আশাবাদী। অধিনায়ক জামাল ভূঁইয়া তো ফাইনাল খেলার ঘোষণাও দিয়েছেন। যদিও বাংলাদেশের প্রথম ও সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর কেটে গেছে দেড় যুগ। আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ব্রুসনের দল।

শক্তির দিক দিয়ে বাংলাদেশের (১৮৯) চেয়ে অনেক পিছিয়ে শ্রীলঙ্কা (২০৫)। ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুই দলের সর্বশেষ দেখায় ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আমরা এক সপ্তাহের প্রস্তুতি নিয়েছি এবং আমি মনে করি, সুন্দর এই সাফ চ্যাম্পিয়নশিপে জয়ে শুরুর জন্য আমাদের আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এটা কেবল আমার বিশ্বাস নয়, সব খেলোয়াড়ের মধ্যে এই বিশ্বাস আমি অনুভব করছি।’

তবে জামাল ভূঁইয়ার ফাইনাল খেলার ঘোষণার সঙ্গে একমত নন ব্রুজোন, ‘ফাইনাল খেলার কথা বলা বাস্তবসম্মত হবে না। কেননা, আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিক থেকে দ্বিতীয় দল এবং এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আগামীকাল আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং উদ্বোধনী ম্যাচে ভালো শুরু করতে আমরা মুখিয়ে আছি। আমরা নিজেদের কৌশল আকঁড়ে ধরে খেলব এবং জয়ের চেষ্টা করব। র‌্যাংকিংয়ে আমরা নিচের দিক থেকে দ্বিতীয়, কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দলের একটি।’