আফগান নারী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল তালেবান

অবশেষে আফগান নারীদের স্কুলে ফেরা নিয়ে কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নারীরা স্কুলে ফিরতে পারবে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে তালেবান। খবর ডয়েচে ভেলের।

আজ মঙ্গলবার তালেবানের মন্ত্রিসভার বাকি নামগুলো ঘোষণা করা হয়েছে। এ সময় নারীদের শিক্ষার প্রশ্ন তুললে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আমরা সবকিছু চূড়ান্ত করছি… এটি যত দ্রুত সম্ভব ঘটবে। তবে মন্ত্রিসভায় নতুন ঘোষিত নামগুলো নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে তালেবান। তবে তা শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য। ক্লাসও নিতে পারবেন শুধু পুরুষ শিক্ষক, তা স্পষ্ট করে বলে দিয়েছিল তালেবান। তবে এবার নারী শিক্ষার্থীদের জন্য কী সিদ্ধান্ত নিলো তারা তা জানা যাবে শিগগিরই।

যদিও এ সময় বন্ধ করে দেয়া নারী বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কোনও মন্তব্য করেনি তালেবান। গত সপ্তাহে এই মন্ত্রণালয়ের নাম বদলে নীতিনৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় করা হয়।