আফগান মেয়েদের লেখাপড়া বন্ধ রাখা ইসলামবিরোধী: ইমরান খান

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রদেশে অসংখ্য গণমাধ্যম বন্ধ হয়ে যায়। আফগানিস্তানে মুক্ত গণমাধ্যমকে সমর্থনকারী একটি সংস্থা এ তথ্য জানায়। খবর টোলো নিউজের।

আফগান মেয়েদের স্কুলে না যেতে দেওয়া হবে ‘ইসলাম বিরোধী’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এক বিবৃতি জারি করেছে তালেবান সরকার। সেখানে কেবল পুরুষ শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছে তালেবান। তবে মেয়ে বা নারী শিক্ষার ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, সব পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকে তারা যে বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহজনক। আমি মনে করি, তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে।

নারীদের শিক্ষিত হওয়া উচিত নয় বলে যে ধারণা, তা ইসলামিক নয়। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, যোগ করেন তিনি।