আমি আসার পর দল পরপর তিনটি সিরিজ জিতেছে: শামীম

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে শামীম হোসেন পাটোয়ারি খেলেছেন মাত্র তিনটি সিরিজ। তিন সিরিজেই দল জিতেছে। তার চেয়েও বড় কথা, শামীম এই তিন সিরিজ খেলেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। যার কারণে নিজেকে ভাগ্যবান মানছেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা এই তরুণ অলরাউন্ডারের স্বপ্ন ছিল সাকিব আল হাসানদের সাথে খেলার। সেই স্বপ্ন পূরণ হয়েছে, তবে ঘোরটা এখনও কাটেনি। মাহমুদউল্লাহ রিয়াদদের ছায়াতলে থেকে বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। শামীমের উন্মাদনা স্পষ্ট ফুটে উঠলে তার চোখেমুখে।

এদিকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শামীম হোসেন পাটোয়ারি বলেন, ‘আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। কারণ আমি আসার পর দল পরপর তিনটি সিরিজ জিতেছে।’

শামীম জানান, ‘আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাকিব ভাইদের সঙ্গে খেলব। সাকিব ভাই, রিয়াদ ভাই- তাদের সঙ্গে খেলব। এখন যেহেতু তাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা জুনিয়র ক্রিকেটারদের অনেক সাপোর্ট করেন।’

এ সময় শামীম বলেন, ‘রিয়াদ ভাই সবসময় আমাদের সাপোর্ট করেন। জুনিয়র ক্রিকেটারদের স্নেহ করেন। রিয়াদ ভাই সব সময় আমাদের স্বাধীনভাবে খেলার জন্য বলেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের উইকেট ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি অনেক আশাবাদী তারা ওখানে অনেক ভালো করবেন‌।’