আমি সব সময় পাকিস্থানে নিরাপদ অনুভব করেছি: ড্যারেন সামি

অনেক চেষ্টা করে, অনেক কাঠখড় পুড়িয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে ছিল পাকিস্তান। জঙ্গি আক্রান্ত দেশটির মানুষ আবারও ক্রিকেট নিয়ে মেতে ওঠার সুযোগ পেয়েছিল। এর মাঝেই পিসিবি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং পিএসএল আয়োজন করেছে। কিন্তু আজ নিউজিল্যান্ড দলের আকস্মিক সফর বাতিল যেন সবকিছুতে জল ঢেলে দিল!

নতুন খবর হচ্ছে, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেট খেলা আসছেন ড্যারেন সামি। পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ একাধিক আসরে পাকিস্তানি খেলেছেন তিনি। বিভিন্ন সময় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে তাকে সুনাম করতে দেখা গিয়েছে। এবারও তিনি সেটি করেছেন। নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন তিনি। টুইটারে ড্যারেন সামি বলেন,

“নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করা এটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত”