একদিন সবাই পাকিস্তানের বিপক্ষে খেলতে লাইনে দাঁড়াবে: রমিজ রাজা

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে রমিজ রাজাঅন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, নিরপত্তা ইস্যুতে ম্যাচ শুরুর আগমুহূর্তে পুরো সফর বাতিল করায় নিউজিল্যান্ডের ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা গতকাল এই ঘটনার পরপরই টুইটারে হুমকি দিয়েছেন কিউই বোর্ডকে। বিষয়টি নিয়ে তারা আইসিসিতে যাবেন। ক্ষোভ প্রকাশ শেষে এবার রমিজ রাজা পাকিস্তানের ক্রিকেটারদের উদ্বুগ্ধ করতে একটি ভিডিওবার্তা দিয়েছেন।

পিসিবির পোস্ট করা সেই ভিডিওবার্তায় রমিজ বলেছেন, ‘তোমাদের হতাশা এবং ক্ষোভ দূর করার উপায় ভালো পারফরম্যান্স করা। একবার তোমরা বিশ্বসেরা দল হতে পারলে সবাই তোমাদের বিপক্ষে খেলার জন্য লাইনে দাঁড়াবে। সবাই তোমাদের বিপক্ষে খেলতে চাইবে। আমি চাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যাই এবং শক্ত থাকি। হতাশ হওয়ার কিছু নেই। যা করা যায় আমরা করব এবং শীঘ্রই তোমরা সুখবর পাবে।’

নিউজিল্যান্ডের এই সিরিজ বাতিলের ঘোষণায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আবারও সংকটে পড়ে গেল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তাদের সফর নিয়ে নতুন করে ভাবছে। এমতাবস্থায় পাকিস্তানের দর্শকরাও হতাশ। গতকাল মাঠে গিয়েও তাদের ফিরে আসতে হয়েছে। রমিজ আরও বলেন, ‘যা হচ্ছে তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়, এটা সমর্থকদের জন্যও দুর্ভাগ্যজনক। তবে আমাদের দল ও সমর্থকেরাই প্রতিবার এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে।’