এলিটা কিংসলেকে নিয়ে সাফের দল ঘোষণা করল বাংলাদেশ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, গত জুনে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকে রেখে সাফের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন। বুধবার ২২ সেপ্টেম্বর দুপুরে বাফুফে ভবনে সাফের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা হয়।

বসুন্ধরা কিংসের শিরোপা জয়ী স্প্যানিশ কোচ ব্রুজন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই দল ঘোষণা করলেন। আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে সাফের ১৩তম আসর।

প্রথম দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের দল। ৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে লড়বে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ দলঃ

গোলকিপার
আনিসুর রহমান, শাহেদুল আলম সোহেল,আশরাফুল রানা

ডিফেন্ডার
বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, টুটুল বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মোঃ আতিকুজ্জামান, মেহেদী হাসান।

মিডফিল্ডার
আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, সোহেল রানা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড