ওপেনিংয়ে নেমে শান্ত-মুমিনুলের ব্যাটিং ঝড়, জোড়া শতকের কাছে মমিনুল-শান্ত

এবার প্রথম ওয়ানডতে বিসিবি এইচি দলের বিপক্ষে দাপটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে আজ আবারো মাঠে নেমেছে মুশফিকররা। ম্যাচটি শুরু হয়েছে আজ সকাল ৯ টায়। যা সরাসরি সম্প্রচার করছে বিসিবির ফেইসবুক পেজ।

এদিকে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে এ দল। ওপেনিংয়ে নেমে সুমন-রেজাউরদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা করেন মমিনুল হক ও নাজমুল হাসান শান্ত। ২৭ রানে জীবন পাওয়া মমিনুল তুলে নেন ফিফটি। অন্যপ্রান্তে শান্তও ফিফটির দেখা পেয়েছেন।

অসাধারণ ব্যাটিংয়ে দুজন ইতোমধ্যেই ১৫০ রানের জুটি গড়েছেন। দুজনেই এগুচ্ছেন শতকের দিকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভার শেষে এ দলের সংগ্রহ বিনা উইকেটে ১৫৩ রান। মমিনুল ৮২ ও শান্ত ৬৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ (প্রথম দুই ম্যাচের জন্য) মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া, শামীম হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।