কোন ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন শচীন-পুত্র অর্জুন

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ইঞ্জুরির কারণে ছিটকে পড়েছেন অর্জুন টেন্ডুলকার। অর্জুনের জায়গায় মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে দিল্লীর ২৩ বছর বয়সী পেসার সিমারজিত সিংকে।

গতকাল ২৯ সেপ্টেম্বর একটি বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স জানায়, ‘চলমান আইপিএলের বাকি অংশের জন্য চোটাক্রান্ত অর্জুন টেন্ডুলকারের পরিবর্তে সিমারজিত সিংকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ডানহাতি এই পেসার আইপিএলের নিয়মানুযায়ী বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সম্পন্ন করে দলের সাথে ট্রেনিং শুরু করেছেন।’

সম্প্রতি ভারতের সাদা বলের দলের সাথে নেট বোলার হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সিমারজিত। সবকিছু মিলিয়ে সিমারজিত টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি, উইকেট নিয়েছেন ১৮টি। সাড়ে ২০ এর গড় এর সাথে ৭.৭৬ এর ইকোনমি রেট টি-টোয়েন্টি ক্রিকেট বিবেচনায় খুব একটা খারাপ নয়।

এদিকে ২০২০-২১ মৌসুমে ৫০ ওভার বিজয় হাজারে ট্রফিতে যৌথভাবে দিল্লীর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। ৫.৬৫ ইকোনমি রেটে উইকেট তুলেছিলেন ১১টি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০টি ম্যাচ খেলে সমারজিতের উইকেট ৩৭টি।