কোয়ারেন্টাইন শেষে কলকাতার অনুশীলনে ফিরলেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রথম পর্বে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেও ৩ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট তারা দ্বিতীয় পর্ব শুরু করবে।

নতুন খবর হচ্ছে, কোয়ারেন্টাইন শেষে কলকাতার অনুশীলনে ফিরলেন সাকিব।

এদিকে, নিজের ব্যাটিং নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন রশিদ। হায়দরাবাদের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলার অভিজ্ঞতা আইপিএলের বাকি অংশে কাজে লাগবে বলে মনে করেন তিনি, “গত দেড় বছর যাবৎ আমি ব্যাটিং নিয়ে বেশি কাজ করছি। টিমের যখন ১৫-২০ কিংবা ২৫ রানের দরকার থাকে সেটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায় লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভিন্ন কিছু করার জন্য। নেটে হয়ত খুব বেশি শট প্র্যাকটিস করিনি, তবে যখনই মাঠে যেই শটই খেলি না কেন আমি চেষ্টা করি সেটাই ভালোভাবে খেলার।”

আইপিএলের দ্বিতীয় অংশ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ শুনেছে হায়দরাবাদ। দলের ওপেনার জনি বেয়ারস্টো ব্যক্তিগত কারণে আইপিএল খেলবেন না। ইতোমধ্যে বেয়ারস্টোর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান শারফানে রাদারফোর্ডকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১৯শে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় অংশে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২২শে সেপ্টেম্বর বুধবার, প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস।