চালু থাকবে ইভ্যালির ডেলিভারি ও কার্যক্রম

দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতারের পর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেফতারের পর তারা কার্যক্রম চালিয়ে নিতে পারবে কি না তা নিয়ে চলছে আলোচনা।

এদিকে ইভ্যালির সিইও ও চেয়ারম্যান গ্রেফতার হলেও প্রতিষ্ঠানটির পণ্য ডেলিভারি ও কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন ইভ্যালির অপারেশন ম্যানেজার সাকিব রহমান।

গ্রাহক ও ক্রেতাদের উদ্দেশ্য তিনি বলেন, আমাদের ডেলিভারি এবং অপারেশন চলমান আছে ও থাকবে। কেউ বিভ্রান্ত না হয়ে পাশে থাকুন। এদিকে ইভ্যালির অফিসিয়াল ফেসবুুক পেইজেও দেখা গেছে পণ্যর বিজ্ঞাপন ও ক্যাম্পেইনের বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে।

এ অবস্থায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বিজনেস ডেভেলপমেন্ট ও ই-কমার্সকে সাধারণের কাছে গ্রহণযোগ্য করতে কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে।’

স্ট্যাটাসে বলা হয়, ‘সম্মানিত গ্রাহক, ডিজিটাল বাংলাদেশের সহযাত্রী হিসেবে ইভ্যালির এই পথযাত্রায় আমরা এগিয়ে এসেছি অনেকটা পথ। এদেশের ১৬ কোটি মানুষের স্বপ্নপূরণে আমরা নিজেদের নিবেদন করেছি পুরোটাই। স্বপ্নপূরণের এই যাত্রায় বিজনেস ডেভেলপমেন্ট ও ইকমার্সকে সাধারণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করতে গিয়ে কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এই ঘাটতি পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এতে আরও বলা হয়, ‘এরই লক্ষ্যে বিনিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে। সময় ও সুযোগ পেলে একাগ্রতা ও সুন্দর পরিকল্পনার মাধ্যমে নতুন নীতিমালার আলোকে এই ঘাটতি পূরণে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে আমাদের আরো কয়েক মাস প্রয়োজন ছিল। ইভ্যালির ওপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।’