জাহাজে পানি ঢুকে আমদানিকৃত ৫০ কোটি টাকার গাড়ির ক্ষতি

এবার মোংলা বন্দরে আসা মালয়েশিয়ান স্টার নামে একটি জাহাজের ভেতরে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানিকৃত ৮৭টি গাড়ি। এতে ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আমদানিকারকরা।

গত সোমবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সাতটি গাড়ি জাহাজের ভেতরে ছিল। ৭৫০টি আমদানিকৃত গাড়ি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি।

গাড়ি আমদানিকারক খুলনা কার হান্টের স্বত্বাধিকারী আলমগীর কবির রুবেল বলেন, ‘জাহাজের মধ্যে আমার চারটি গাড়ি আছে। পানি ঢুকে ৮৭টি গাড়ির ক্ষতি হয়েছে। এতে ৫০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে আমাদের।’ ৭৫০টি আমদানিকৃত গাড়ি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি

তিনি বলেন, ‘জাপানি এসব গাড়ি পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিন বসে গেছে এবং গিয়ার বক্সে সমস্যার সৃষ্টি হয়েছে।’

শিপিং এজেন্ট প্রতিষ্ঠান এনসিয়েন্ট স্টিভ শিপ কোংয়ের জেনারেল ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘৭৫০ নয়; জাহাজে ৬৩৯টি গাড়ি এসেছে। ডেক-১ এ ১৪৩টি গাড়ি ছিল। এর মধ্যে লিকেজ সমস্যার কারণে পানি উঠে ৫০টিতে হালকা পানি লাগে। ১৬টিতে একটু বেশি পানি লাগে। দুপুর দেড়টার দিকে জাহাজ থেকে সব গাড়ি নামানো হয়ে গেছে। লিকেজ ঠিক করে ৯ সেপ্টেম্বর জাহাজটি বন্দর থেকে চলে যাবে।’