টাকার কারণে অস্ট্রেলিয়ানরা তাদের ডিএনএ পরিবর্তন করেছে: রমিজ রাজা

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে রমিজ রাজা অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হছে, নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার চেয়ে আইপিএলে খেলতে বেশি তটস্থ খেলোয়াড়রা, এমন অভিমত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের আকস্মিকভাবে পাকিস্তান সফর বাতিলের পর খেলোয়াড়দের প্রতি এমন অভিযোগের তীর ছুড়েছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। এই দুইটি সিরিজ বাতিলের মধ্য দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে পিসিবির চেষ্টাতে জল ঘোলা করেছে ইংলিশ ও ব্ল্যাকক্যাপসরা, এমনটাই জানান রমিজ।

রমিজের মতে, অস্ট্রেলিয়ানরাও ভারতে খেলার প্রতি নিজেদের ব্যতিব্যস্ত রেখেছে।

‘টাকার কারণে অস্ট্রেলিয়ানরা তাদের ডিএনএ পরিবর্তন করেছে। ভারতে তারা সানন্দে খেলতে যায়। তখন তাদের কোন আক্রমণাত্মক মনোভাব থাকে না,’ এআরওয়াই স্পোর্টসকে জানান রমিজ।