টি-টোয়েন্টি ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন নাসুম-মুস্তাফিজ

চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচ টাইগারদের জন্য ছিলো এক প্রকার চ্যালেঞ্জিং। আগের ম্যাচে হেরে যাওয়ায় চাপের মুখেই খেলতে নেমেছিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সেই সাথে অপরিবর্তিত একাদশ নিয়েই সিরিজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সব শঙ্কা কেটেছে কিউইদের প্রথম ইনিংসেই। ৯৩ রানেই টাইগার বোলারদের চাপের মুখে গুটিয়ে যায় ল্যাথামরা। বল হাতে জ্বলে উঠেছিলেন নাসুম-মুস্তাফিজ।

টাইগাররা শুধু কিউইদের অল্প রানে আউট করার রেকর্ড ই করে ক্ষ্রান্ত হয়নি, অনন্য এক রেকর্ডও ছুঁয়ে ফেলেছে তারা। কিউইদের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে চারটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আর সেই সাথে বাংলাদেশের টি-২০ ইতিহাসে প্রথমবার এক ম্যাচে দুই বোলার চারটি করে উইকেট নেয়ার অনন্য নজির গড়লো। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই রেকর্ড আসলেই সুখকর।

এদিকে ৯৪ রানের লক্ষ্যে টাইগাররা ইতিমধ্যেই ব্যাটিংয়ে নেমেছে। আজকের এই সহজ লক্ষ্য তাড়া করে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।