টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি আমাদের: রোহিত শর্মা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ট্রফি জয়ের হুংকার দিলেন রোহিত শর্মা। রোহিত বলেন, ভারতীয় খেলোয়াড়রা আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবার বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছেন।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। তবে টুর্নামেন্টটি তাদের দেশে আয়োজিত হচ্ছে না। তবুও বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই রোহিত তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্তের কথা স্মরণ করে বলেন, আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে তাদের দলের সবাই প্রস্তুত হচ্ছেন।

এদিকে রোহিত বলেন, “এই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার জন্য ভারতের প্রতিটি খেলোয়াড় মুখিয়ে আছেন। তারা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান। আমরা বিশ্বকাপ জিততেই আসছি, এই ট্রফি আমাদের। এটা বাস্তবায়ন করো, ভারত। আমি এখানে জয়ের জন্যই আসছি।”

এর আগে গত ২০০৭ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সময়েও দলে ছিলেন রোহিত। তখন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ২০ বছর বয়সী রোহিত দলে বড় ভূমিকা রেখেছিলেন। এবার ৩৪ বছর বয়সী অভিজ্ঞ রোহিত বিশ্বকাপে অংশ নিচ্ছেন সহ-অধিনায়ক হিসেবে।