তালেবান বিরোধীদের গ্রেফতার করা হবে: তালেবান সেনাপ্রধান

ইসলামী বিশ্বে সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি এবং প্রাসঙ্গিকতা যে ক্রমাগত কমছে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পরবর্তী ঘটনাপ্রবাহে সেই বাস্তবতা যেন আরও বেশি স্পষ্ট হয়ে পড়ছে।

নতুন খবর হচ্ছে, তালেবানের বিরোধিতাকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের নতুন সেনাপ্রধান, তালেবানের জ্যেষ্ঠ নেতা কারি ফসিহউদ্দিন।

তালেবান সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা কোনো গৃহযুদ্ধ ঘটতে দেব না। যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে তাদের দমন করা হবে। যারা তালেবানের বিরোধিতা করবে তাদের গ্রেফতার করা হবে। পরে তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া আফগান সেনাবাহিনীর পুনর্গঠন নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন তালেবান সেনাপ্রধান।

কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুসংগঠিত কাঠামোর সঙ্গে দেশের একটি নিজস্ব ‘নিয়মিত এবং সুশৃঙ্খল’ সেনাবাহিনী থাকবে।

তিনি আরও জানান, এই সেনাবাহিনীর সৈন্যদের আফগানিস্তানের সীমান্ত রক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।

আফগান সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবান সেনাপ্রধান।

তিনি জানান, এই আফগান সেনা হবে নিয়মিত, সুশৃঙ্খল ও শক্তিশালী। তালেবান আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু করতে দেবে না বলেও এ সময় জানান তিনি।