পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা

ওমরাহ বছরের যে কোন সময় পালন করা যায় এবং ওমরাহর সময় মক্কা এবং মদিনা সফর করতে হয়। গোটা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ মুসলিম মক্কা ও মদিনায় যান ওমরাহ পালনের জন্য।

নতুন খবর হচ্ছে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে কয়েকদিন হলো। আপাতত জাতীয় ক্রিকেট দলের কোনো কার্যক্রম নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অক্টোবরের শুরুর দিকে ওমানে যাবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের মতো করে সময় কাটানোর ফুরসত পেয়েছেন ক্রিকেটাররা। এই সময়ে ওমরাহ পালন করতে গিয়েছিলেন সাত ক্রিকেটার।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। তাদের সঙ্গে ওমরাহ পালনে গেছেন তাইজুল ইসলাম ওজাকির হাসান। তাই তাইজুল টেস্ট দলের নিয়মিত সদস্য, জাকির দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন।

এদিকে, আজ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা।