পবিত্র কোরআন হিফজ করায় আনন্দ র‌্যালি

মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিগদর্শণ মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর বাণী পবিত্র ‘আল-কোরআন’।

নতুন খবর হচ্ছে, পবিত্র কোরআন মুখস্থ সমাপ্ত হওয়ার মুহূর্তকে নানাভাবে স্মরণীয় রাখার ঐতিহ্য প্রাচীনকাল থেকে চলে আসছে। সাধারণত ওই সময় শিশু-কিশোরদের বাবা-মায়ের আনন্দের সীমা থাকে না। আর সেই প্রতিষ্ঠানের প্রতি তৈরি গভীর প্রেম ও ভালোবাসা।

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যাকার রাফাহ এলাকায় পবিত্র কোরআনের হাফিজদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে ১৪০ জনের বেশি হাফিজ অংশ নেয়।

রাফাহ এলাকার আল আবরার মসজিদ কর্তৃপক্ষ কোরআন হিফজের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, শিশুদের পবিত্র কোরআন হিফজ ও ইসলামী পাঠদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ র‌্যলি অনুষ্ঠিত হয়।

সূত্র : আল জাজিরা