বন্ধু সুয়ারেজকে পেছনে ফেলে আরও একটি রেকর্ড গড়লেন মেসি

এখন দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুন এক হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেন এই ক্ষুদে জাদুকর।

আসন্ন কাতার বিশ্বকাপ বাছাইপর্বের আজকের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার আগে পেলের চেয়ে এক গোল কম ছিলো আলবেসিলেস্তে অধিনায়ক লিওনেল মেসির।

কিন্ত বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তিনবার বল জালে জড়িয়ে পেলের রেকর্ড নিজের দখলে করে নেন মেসি। প্রথমার্ধে একবার বল জালে জড়িয়ে পেলের ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

এরপর দ্বিতীয়ার্ধে আরও একবার বল জালে জড়ান এই ক্ষুদে জাদুকর। সেই সাথে বনে যান নিজ মহাদেশের সবচেয়ে বেশি গোলের মালিকও। এখানেই থেমে থাকেননি এই ক্ষুদে জাদুকর। শেষ দিকে আরও একটি গোল করে নিজের হ্যাট্রিকও পূরণ করেন এলএমটেন।

এদিকে বন্ধু সুয়ারেজের ২৫ গোলকে টপকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সরবচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেন মেসি (২৬ গোল)।