‘বাংলাদেশের আতিথেয়তায় অনেক খুশি কিউইরা’

সম্প্রতি নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে খেলে গেছে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও এখানকার আতিথেয়তায় বেজায় খুশি কিউইরা।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বাংলাদেশ সফরের কোভিড প্রটোকল ও অন্যান্য আয়োজনে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সন্তুষ্টি প্রকাশ করেছে। আলাদাভাবে বিসিবির প্রধান নির্বাহীর সাথে যোগাযোগ করে সন্তুষ্টি জানিয়েছেন এনজেডসির প্রধান নির্বাহীও।

এ ব্যাপারে সুজন বলেন, ‘নিউজিল্যান্ড খুব প্রশংসা করেছে। তাদের প্রধান নির্বাহী আমার সাথে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছে। তারা আয়োজন নিয়ে অনেক খুশি। আশা করছি আমরা ভবিষ্যৎ সফরে গেলে তারা আরও সাপোর্টিভ হবে।’

এ সময় সুজন আরও বলেন, ‘যে কোভিড আক্রান্ত হয়েছে সে কিন্তু আমাদের দেশে আক্রান্ত হয়নি। ইংল্যান্ড থেকে এসেছিলেন, সম্ভবত ওখান থেকেই বয়ে নিয়ে এসেছিলেন। আমাদের জৈব সুরক্ষা বলয়ে অনেকবার পরীক্ষা করা হয়েছে, কেউই করোনা পজিটিভ আসেনি।’

তিনি জানান, ‘খেলোয়াড়রা এখন বিশ্রামে আছে। তাদের কিছু নিয়মকানুন বলে দেওয়া আছে। জনসমাগম এড়িয়ে যেতে বলা হয়েছে, কঠোরভাবে করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে। সফরে যাওয়ার আগে করোনা পরীক্ষা করা হবে। এই বিষয়গুলো তো আছেই। যাওয়ার আগপর্যন্ত নিয়মের মধ্যে থাকতে হবে।’