বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টম ল্যাথামের দলের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন মাহমুদউল্লাহরা।

গত বুধবার নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার ৪ রানে জিতে করে ২-০। সেই দুই ম্যাচের জয়ী একাদশই অপরিবর্তিত।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে জিতলে দুই টি-টুয়েন্টি হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সঙ্গে মাইলফলকের ম্যাচে অধিনায়ককে দেয়া হবে জয়-উপহার।

মাহমুদউল্লাহর টি-টুয়েন্টিতে অভিষেক ২০০৭ সালের ১ সেপ্টেম্বর, কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে। ১৪ বছর পর আরেকটি সেপ্টেম্বরেই সেঞ্চুরি পূর্ণ হল তার। এতদিন একশ কিংবা তার বেশি টি-টুয়েন্টি খেলা ক্রিকেটার ছিলেন মাত্র ৭জন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ এপর্যন্ত খেলল ১১০টি টি-টুয়েন্টি। যার ১০০টিতেই ছিলেন মাহমুদউল্লাহ। সঙ্গে ৫০ টেস্ট, ২০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়কের।

তামিম ইকবালকে (১,৭০১) ছাড়িয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও এখন মাহমুদউল্লাহই (১,৭০২)। বাংলাদেশ অধিনায়কের সামনে আছেন কেবল সাকিব আল হাসান (১,৭৫৫)।