বায়ার্নের কাছে ৩-০ গোলে হারলো বার্সেলোনা

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে নিজেদের শুরুর ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে এফসি বার্সেলোনা। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলের ব্যবধানে পরাজিত হয়ে ইউসিএলের নতুন আসর শুরু করেছে ব্লগ্রানারা। লিওনেল মেসি-পরবর্তী যুগে প্রথম মহাদেশীয় টুর্নামেন্টের ম্যাচে খেলতে নেমে একরাশ হতাশাই উপহার দিল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে তাদেরকে ৩-০ গোলে পরাজিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

পুরো ম্যাচ জুড়ে এতটাই কোণঠাসা ছিলো বার্সেলোনা যে ঘরের মাঠে হওয়া ম্যাচের পুরোটা সময় জুড়েও বায়ার্নের গোল মুখে একটি শটও নিতে পারেনি রোনাল্ড কম্যানের দল!

এই বায়ার্নের কাছেই অবশ্য মাত্র ১১ মাস আগে লিসবনে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিলো বার্সেলোনা। সেই ম্যাচে দু’দল মিলিয়ে প্রথম আধা ঘণ্টায়ই পাঁচবার গোল উদযাপন করেছিল। সেখানে এবার প্রথম উল্লেখযোগ্য সুযোগের দেখাই মিলল ১৯তম মিনিটে। লেরয় সানের শট বার্সেলোনার একজনের পায়ে লেগে সামান্য দিক পাল্টানোয় বিপদ হতে পারতো, দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন।

২৭তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় সফরকারীরা। ডি-বক্সে ডান দিকে ফাঁকায় দাড়ানো জামাল মুসিয়ালাকে খুঁজে নেন মুলার। তরুণ মিডফিল্ডার জায়গা বানিয়ে শট নিতে একটু দেরি করে ফেলেন, ছুটে গিয়ে স্লাইডে ব্লক করেন জেরার্ড পিকে।

ছয় মিনিট পর আরেকটি ডিফ্লেক্টেড শটে দলকে আর বাঁচাতে পারেননি টের স্টেগেন। বলা ভালো, কোনো সুযোগই পাননি তিনি। ডি-বক্সের বাইরে থেকে থমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে অনেকখানি দিক পাল্টে বল জালে জড়ায়। অন্যদিকে ঝুঁকে পড়া জার্মান গোলরক্ষকের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বার্সেলোনা। তবে সার্জিও বুসকেটসের শট পা বাড়িয়ে রুখে দেন মুলার। তিন মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়তে দেননি টের স্টেগেন। সানের শট পা বাড়িয়ে ঠেকান তিনি।

৫৬তম মিনিটেই স্কোরলাইন ২-০ করে বায়ার্ন। ১৮ বছর বয়সী মুসিয়ালার বুলেট গতির শট পোস্টে লেগে ফেরার পর ছয় গজ বক্সের মুখে থাকা লেভানদোভস্কি সহজেই বল জালে পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল হলো ৭৪টি।

ম্যাচের ৮৫তম মিনিটে অনেকটা একইভাবে ব্যবধান আরও বাড়ান লেভানদোস্কি। সের্গে জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন এই পোলিশ তারকা।