বিশ্বকাপে ভারতকে হারাতে হলে ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে

ভারত-পাকিস্তান বাংলাদেশ খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামি ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাতের সেই ম্যাচে পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে ভারত, এমনটাই বিশ্বাস পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে ভারত। আর বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। চলতি বছরের জুলাইয়ের পর দল হিসেবে টি-টোয়েন্টি খেলা হয়নি ভারতের। এ কারণেই পাকিস্তানকে এগিয়ে রাখছেন বাবর।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে। কেননা তারা লম্বা সময় ধরে একসঙ্গে টি-টোয়েন্টি খেলেনি। সম্প্রতি ভারত টেস্ট খেলেছে এবং এখন তারা আইপিএল খেলবে।’

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে অপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি অবশ্য শুরুতে টাই হয়েছিল। ম্যাচটি বল-আউটে গড়ালে শেষ পর্যন্ত জিতে যায় ভারত। সেই আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত।

এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে। বিশেষত, সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলা হওয়াতে আশার আলো দেখছেন বাবর।