বিশ্বকাপে ম্যাচ জেতাতে চান তাসকিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন বেশ উচ্ছ্বসিত। বিশ্বকাপের মঞ্চে নিজেকে নিংড়ে দিতে চান ২৬ বছর বয়সী এই পেসার।

তাসকিন বলেন, ‘অনেক খুশি, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি। আমি খুব রোমাঞ্চিত। কন্ডিশনের কারণে গত দুইটা টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারিনি (একটি ম্যাচ খেলেছেন)। ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওমানে বেশ কিছু সময় পাব। আমার বিশ্বাস ভালো কিছু করতে পারব, করা সম্ভব।’

তাসকিন আরও জানান, ‘প্রস্তুতির জন্য আমরা ১০ দিন পাচ্ছি, কিছু প্র্যাকটিস ম্যাচও পাব। কন্ডিশন যেমনই হোক পরিকল্পনামাফিক বল করতে হবে। যখন কাটার কম ধরে তখন ইয়র্কার বা লেন্থ বলের প্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ। আইসিসি ইভেন্ট, মাথায় থাকবে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য, তবে একইসাথে প্রয়োগ ভালোভাবে করতে পারলে ভালো করার সুযোগও থাকবে।’

এদিকে গত ২০১৬ টি-টোয়েন্টি ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দলে না থাকার দুঃস্মৃতি ভুলে তাসকিন ভালো করতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘সেগুলো অতীত। বর্তমানে নজর দিতে চাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি। আমি চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে।’