বিসিবিতে নতুন নেতৃত্ব দেখতে যে সিদ্ধান্ত নিলেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। এরইমাঝে হঠাৎ অফিশিয়ালদের বৈঠক ডাকা হয়। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে বৈঠক হয়।

এদিকে চলতি মাসে শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে বিসিবি নির্বাচনের জন্য ততোটুকু সময় নেবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বোর্ড। এজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন সম্পন্ন করার ইচ্ছা বোর্ডের। আজকের পরিচালনা পরিষদের সভার পরপরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

নির্বাচনের জন্য এরই মধ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাকি চার সদস্য হলেন— বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এদিকে আজ বৈঠক শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতির নাজমুল হাসান পাপন বলেন, ‘এবারের নির্বাচনে আমার কোন প্যানেল নেই, আমার কোন চয়েজ নেই। আমার প্যানেল থাকলে অন্য কেউ দাঁড়াতে চায়না। তাই আমি এবার কোন প্যানেল দেইনি, যেন সবাই নির্বাচনে অংশগ্রহণ করে। আমি চাই নতুন মুখ উঠে আসুক।’