বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচে মরুঝড়ের হানা

এবার মরুদেশে বসেছে চতুর্দশ আইপিএলের স্থগিত আসর। যেহেতু মরুভূমির দেশ আরব আমিরাত, তাই ধূলিঝড় হওয়া অস্বাভাবিক কিছু নয়। আজ শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে সেই মরুঝড় হানা দিয়েছে। যার কারণে টস হয় দেরিতে। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর।

এদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু মরুঝড়ের কারণে সেটা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় ৭:৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়।

আজ টসে জিতে বিরাট কোহলিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাঠে বল গড়ায় বাংলাদেশ সময় রাত ৮:১৫ মিনিটে।

এদিকে নক-আউট পর্বে যাওয়ার জন্য দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে ধোনির চেন্নাই।

আর কোহলির বেঙ্গালুরু সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ বিনা উইকেটে ৫৫ রান।