ব্যাটসম্যান নয়, এখন থেকে লিখতে হবে ব্যাটার

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, ছেলেদের বেলায় ‘ব্যাটসম্যান’ আর মেয়েদের বেলায় লেখা হতো ‘ব্যাটার’। এতদিন ধরে ক্রিকেটে চলে আসছিল এই রীতিই। ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সংশোধন করেছে এই আইন। এখন উভয় ক্ষেত্রেই লেখা হবে ‘ব্যাটার’।

বুধবার এক বিবৃতিতে এমসিসি জানায়, দায়িত্ববোধ আর যুগের চাহিদা অনুযায়ী আনা হয়েছে এই বদল।

এমসিসি ক্রিকেট অপারেশন্স সচিব জেমি কক্স বিবৃতিতে বলেন, ‘এমসিসি বিশ্বাস করে ক্রিকেট খেলা নারী-পুরুষ সবার জন্য। আধুনিক যুগের দাবি অনুযায়ী ‘ব্যাটার’ শব্দটিই বেশি উপযুক্ত। খেলার সঙ্গে সম্পৃক্ত সবাই এটি মেনে নিয়েছে।’

‘ছেলে ও মেয়েদের বেলায় এই শব্দের সমন্বয় করে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

ছেলে ও মেয়ে উভয়ের বেলায় বোলার ও ফিল্ডার শব্দ ব্যবহার ছিলই। কেবল ‘ব্যাটসম্যান’ ও ‘ব্যাটার’ শব্দে ছিল আলাদা। সেটি এবার দূর করে একীভূত করা হলো।