ব্রাজিলকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

এবার প্রথমবারের মতো ব্রাজিলকে ফুটসাল বিশ্বকাপের আসরে হারানোর স্বাদ পেলো আর্জেন্টিনা। ফুটসাল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দলকে ২-১ গোলে হারানোর সুবাদে স্বপ্নের ফাইনালেও উত্তীর্ণ হলো আকাশী-সাদা জার্সিধারীরা।

এদিকে আগামী রবিবার ফাইনালে পর্তুগাল-কাজাখস্তানের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষে গোলগুলো করেছেন কনস্টানটিনো ভাপোরাকি ও ক্রিস্টিয়ান বোরুত্ত। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে বড় অবদান রেখেছেন দলটির গোলরক্ষক নিকোলাস সারমিয়েন্ত।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হতে ব্যর্থ হলো ব্রাজিল। যে কারনে তাদের হেক্সা জয়ের স্বপ্ন আরও বিলম্বিতই হলো।

এই বিশ্বকাপের আসরে ছয়বারের প্রচেষ্টায় এবারই প্রথম ব্রাজিলকে পরাজিত করলো আর্জেন্টিনা। অবশ্য দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।