বড় দুঃসংবাদ; জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাফিজ

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান। দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আক্রান্ত হয়েছেন ডেঙ্গুজ্বরে। পাকিস্তানে মহাসমারোহে চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। হাফিজও ছিলেন এই টুর্নামেন্টের অংশ। খেলার কথা ছিল সেন্টার পাঞ্জাবের হয়ে। খেলায় অংশ নেওয়ার জন্য ইসলামাবাদে পৌঁছাতেই পেটে তীব্র ব্যথা শুরু হয়। এরপর শুরু হয় ভীষণ জ্বর। না খেলেই তিনি ফিরে আসেন লাহোরে।

সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, হাফিজ আক্রান্ত ডেঙ্গুজ্বরে। গত ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের প্রথম লেগ থেকে হাফিজের ছিটকে পড়ার ঘোষণা আসে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাফিজের পারিবারিক সূত্র পাকিস্তানের গণমাধ্যমগুলোকে জানিয়েছে, তিনি এই মুহূর্তে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার পরিস্থিতি সঙ্কটাপন্ন।

সূত্র জানায়, ‘দুই দিন আগে তার রক্তের প্লাটিলেট কমে যায়।’ তার দেখভাল করা চিকিৎসক জানান, ‘এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই তিনি ভালো বোধ করবেন।’

এদিকে হাফিজের মতন এমন অভিজ্ঞ খেলোয়াড় যদি বিশ্বকাপে পাকিস্তানের সাথে থাকতে না পারে তাহলে পাকিস্তানের পরিস্থিতি কি হবে সেটা নিয়েই ভাবতে বসেছে নীতিনির্ধারকেরা।