ভারতের যে সংবাদ প্রকাশের পর পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড গতকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে শুরুর কিছু সময় আগে পুরো পাকিস্তান সফর বাতিল করে দেয়। আর তারপর থেকেই ক্রিকেট বিশ্বে এটা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বক্তব্য হলো, তাদের ওপর হামলার আশঙ্কার খবর এসেছে। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত কিউইদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু কাজের কাজ হয়নি। কিউইরা দেশে ফেরার বিমানে উঠেছে।

এদিকে স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্ত বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের জন্য। এমনকি সামনের দিনগুলোতে কোন দেশ পাকিস্তান সফরের আগে অনেকবারই ভাববেন। ইতিমধ্যেই ইংল্যান্ড সফর বাতিলের দিকে এগুচ্ছে!

নিরাপত্তা নিয়ে কী ধরনের হুমকি ছিল, সেটি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ পরিষ্কার করেনি। তবে মাসখানেক আগে ভারতের একটি দৈনিক এই হামলার শঙ্কা নিয়ে খবর প্রকাশ করেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য বের করেছে। তাদের দাবি, ভারতের ওই পত্রিকা নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার উদ্দেশ্যেই নাকি এমন তথ্য প্রকাশ করেছিল।

এদিকে দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর দাবি, ভারতের পত্রিকা ‘দ্য সানডে গার্ডিয়ান’ গত ২১ আগস্ট এক প্রতিবেদনে লিখেছিল, আগামী মাসে (সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের ক্রিকেট দলের পাকিস্তান সফরের যে সূচি আছে, সেটিকে ঘিরে সন্ত্রাসী হামলার শঙ্কা আছে। ওই এলাকারা নড়বড়ে নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলো সফরকারী দলের ক্রিকেটারদের ওপর হামলা করতে পারে।

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসানের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘আইএসের পাকিস্তান শাখা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।’