মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে মানববন্ধন

আলোচিত ইসলামিক বক্ততা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

নতুন খবর হচ্ছে, মুফতি কাজী ইব্রাহিমের মুক্তির দাবিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ‘সর্বস্তরের তাওহিদি জনতা’র ব্যানারে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বলা হয়, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো? আমরা জানি না তিনি কোথায়। এইভাবে আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়া কোনও ভালো লক্ষণ নয়। তিনি যদি আইনের চোখে অপরাধী হয়ে থাকেন তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। একইভাবে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া কেন?

মানববন্ধন থেকে মুফতি কাজী ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।