মুহাম্মদ বদরুজ্জামানের সুমধুর কণ্ঠে ব্যতিক্রমী সংগীত ‘আজব টাকা’

আমাদের জীবনে টাকার খুব গুরুত্ব রয়েছে, তাইনা? “আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে অথবা এর অভাব আপনাকে চিরকাল নিয়ন্ত্রণ করবে।”

নতুন খবর হচ্ছে, ইসলামি সংগীতে ভিন্নধারা ও নতুনত্ব তৈরি করা সংগীতশিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘আজব টাকা’ শিরোনামে ব্যতিক্রমী একটি সংগীত প্রকাশিত হচ্ছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামি সংগীত প্রকাশের প্ল্যাটফরম হলি টিউনে সংগীতটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

‘আজব টাকা’ শিরোনামের সংগীতটির লিরিক লিখেছেন কাজী মারুফ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা। এ ছাড়া রুচিশীল ভিডিও মেকার এইচ আল হাদির ডিরেকশনে উত্তরাসহ ঢাকার মনোরম লোকেশনে সংগীতটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে।

সংগীতটিতে মুহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে সহযোগী কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন কলরবের শিল্পী আবির হাসান, সালমান সাদী, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহান।

সংগীতটি সম্পর্কে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাঈদ আহমাদ বলেন, আজব টাকা শিরোনামে এই সংগীতটি ব্যতিক্রমী ধারার সংগীত হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। টাকা নিয়ে এ ধরনের সংগীত ইতিপূর্বে প্রকাশিত হয়নি আমাদের । দর্শক বদরুজ্জামানের কন্ঠে এই সংগীতটি শুনে ভিন্নধারার একটি সংগীতের স্বাদ পাবে।