ম্যাক্সওয়েল বুদ্ধিমান ক্রিকেটার: শেবাগ

অস্ট্রেলিয়ার ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ম্যাক্সওয়েল অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রানের দেখা পান বিধ্বংসী এই ব্যাটসম্যান। খেলেন ৩৭ বলে ৫৬ রানের অসাধারণ এক ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০ রানের পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১১ রান করে সাজঘরে ফিরেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু মুম্বাইয়ের দারুণ স্বাচ্ছন্দ্যে দেখা যায় তাকে। ছয়টি চার ও তিনটি ছয় হাঁকানো এই ইনিংসে বেশ কয়েকবার নিজের চেনাচরিত রিভার্স সুইপে সফল হয়েছেন তিনি।

এমন ইনিংসের পর বীরেন্দ্রর শেবাগ বলেন, ‘ওর (ম্যাক্সওয়েল) বুদ্ধি এবং দক্ষতা আছে, কিন্তু মাঝে মাঝে সে নিজের বুদ্ধি কাজে লাগায় না। আজকে সে নিজের বুদ্ধি ভালোভাবে কাজে লাগিয়েছে এবং রান করেই ছেড়েছে। আমি ওর বিপক্ষে নই তবে আমি ওর খেলার ধরনের বিপক্ষে। সে একজন ভালো খেলোয়াড় কিন্তু খেলার পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো সে নিজেকে প্রয়োগ করে না।’

এবারের আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল বেঙ্গালুরু। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজিটি থেকে ২ মিলিয়ন ডলার বেতন নেন অজি এই অলরাউন্ডার। ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার বলেন, ‘প্রতিভার কোনো কমতি নেই কিন্তু ওর উচিত নিজের মস্তিষ্ক প্রয়োগ করে এর সর্বোচ্চ ব্যবহার করা এবং দলের জন্য খেলায় জিতলে এর (মস্তিষ্ক) অন্য কোনো ব্যবহার নেই। সে প্রতি বছর ২ মিলিয়ন ডলার নেয়, কিন্তু সে হিসেবে কিছুই করে দেখাতে পারে না।’