ম্যাচের আগে নিরবতা পালন করবে দুই দল, কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহরা

আজ ভোর রাতে বাংলাদেশ ক্রিকেটের আম্পায়ার নাদির শাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বরে) বিকেলে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শোক প্রকাশ করা হবে।

নাদিরকে শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ১ মিনিট নিরবতা পালন করবেন। এছাড়া কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। সাবেক ক্রিকেটার ও এই আম্পায়ারের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবিও।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘নাদির শাহ এমন একজন ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করতো এবং ভালোবাসতো। তিনি ক্রিকেটের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, নিজের দায়িত্ব পালন করেছে সততার সঙ্গে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’