রাজশাহীতে ষষ্ঠ শ্রেণির ছাত্র করোনায় আক্রান্ত

এবার রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো এবং সে বাড়িতেই রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। বর্তমানে স্কুলের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

এদিকে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. নূরজাহান বেগম বলেন, গত ১৩ সেপ্টেম্বর এক দিনই ওই ছাত্র স্কুলে এসেছিল। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর নমুনা পরীক্ষা করা হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তার পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের কারও মাধ্যমে সে সংক্রমিত হয়েছে।