রানে ফিরতে বিকেএসপিতে প্রিয় কোচের কাছে গেলেন মুশফিক

এবার পারিবারিক ছুটি কাটিয়ে মিরপুরে ফিরে কঠোর অনুশীলনে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশের ব্যাটিং নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। প্রস্তুতি জমাট হচ্ছিল। হয়তো সন্তুষ্ট ছিলেন না। এজন্য নিজের শেকড়ে ফিরে গেলেন। পাশে পেলেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে।

এদিকে ফেসবুকে ক্রিকেট গুরুর সঙ্গে কাজ করার একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমার শেকড়ে ফিরে আমি খুশি। বিকেএসপি আমার ঘর।’

বাংলাদেশের ক্রিকেটাররা যখনই সুযোগ পান তখনই শৈশবের কোচদের কাছে ফিরে যান। সাকিব যেমন কোচ সালাউদ্দিনের কাছে ছুটে যান বারবার। তেমনি মুশফিকের ঠিকানা নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির সাবেক এ কোচ বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। পুরোনো শিষ্যকে পেয়ে নাজমুল আবেদীনও মেতে উঠলেন অনুশীলনে। ব্যাটিং পজিশন, ফুটওয়ার্কসহ নানা বিষয় ঘষেমেজে ঠিক করে দিলেন।