রোনালদো ৪, মেসি ০

বর্তমান সময়ের সেরা ফুটবলার বলা হয় রোনালদোকে। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।

নতুন খবর হচ্ছে, নতুন মৌসুমে নতুন দলে যোগ দিয়েছেন বর্তমান সময়ের ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও নতুন ক্লাবে সময়টা ঠিক ভিন্নধর্মীই কাটছে এই দুই মহাতারকার।

একদিকে নিজের পুরোনো ক্লাবে ফিরে আলো ছড়াচ্ছেন রোনালদো। অপরদিকে বিপরীত অবস্থানে রয়েছেন মেসি। নতুন ক্লাবের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেললেও অধরা গোলের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বসেরা এ ফুটবলারের কাছে দলের যে প্রত্যাশা সেটিও পূরণ হয়নি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে পর্তুগিজ তারকার গোল সংখ্যা চার।

ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য মরিয়া নাসের আল খেলাইফির পিএসজি লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর অনেকেই বলেছিলেন তাদের সামনে ইউরোপের বড় বড় দলগুলো দাঁড়াতেই পারবে না।

যদিও মাঠের খেলায় দেখা যাচ্ছে তার ভিন্নরূপ। মেসিকে নিয়ে যেন ঠিকমতো নিজেদের মেলেও ধরতে পারছে না প্যারিসের জায়ান্টরা।

এতসব আলোচনার পর ক্লাব ব্রুগের বিপক্ষে এবারের মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করার পর দলের সবচেয়ে বড় তারকা মেসিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে বুধবার কোনরকম ড্র করেছে পিএসজি। সেই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন পাদপ্রদীপের আলোয় থাকা মেসি। এরপরই সমালোচনার জোয়ার উঠে ফরাসি মিডিয়াগুলোতে। অনেকেই তো এমনও বলছেন, মেসির কারণে দুর্বল হয়ে পড়েছে পিএসজি।