লাখ লাখ ঘর বানাতে গেলে দুই একটিতে এমন ঘটনা ঘটতেই পারে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করতেই দুষ্কৃতিকারীরা নিজেরাই ঘর ভেঙ্গে ছবি তুলে ভাইরাল করেছে। এ বিষয়ে নেতিবাচক সংবাদ না করার আহ্বান করেছেন তিনি।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে মিন্টোরোডে নিজ বাসভবনে ভারত সফর নিয়ে ব্রিফের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, লাখ লাখ ঘর বানাতে গেলে দুই একটিতে এমন ঘটনা ঘটতেই পারে। সরকারের বিরুদ্ধে যারা কাজ করেন তারাই ঘর ভেঙ্গে এমন কাণ্ড করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী নিজেও জানেন।

এ সময় ভারতের সাথে টিকার চুক্তির বিষয়ে মন্ত্রী জানান, অক্টোবরে ভারতের টিকা উৎপাদন বেড়ে গেলে চুক্তি অনুযায়ী আবার টিকা পাবে বাংলাদেশ।