শুধু ছেলেদের জন্য স্কুল খুলল আফগানিস্তান

এবার আফগানিস্তানে শুধু ছেলেদের জন্য খুলেছে স্কুল। তবে মেয়েদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমতি দেয় তালেবান।

এ ব্যাপারে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেন, ‘গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত শুধু ছেলেদের জন্য শনিবার থেকে স্কুল খোলা হবে। শুধু পুরুষ শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন।

এদিকে তালেবানের আদেশে বলা হয়, ‘সব স্কুল ও মাদ্রাসা শনিবার থেকে তাদের কার্যক্রম শুরু করবে।’

তালেবানের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে, তবে তাদের শ্রেণীকক্ষ আলাদা হবে এবং তাদের বাধ্যতামূলকভাবে শরীয়াভিত্তিক পোশাক পরতে হবে।

এর আগে, গ্রেড ৭ এর নিচের শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। বিশ্বদ্যিালয় পড়ুয়া ছাত্রীরা ক্লাসে গিয়েছেন। কিন্তু মেয়েদের হাইস্কুল বা মাধ্যমিক পড়ার স্কুলগুলো রয়েছে বন্ধ। খবর রয়টার্সের।