সকল শিক্ষার্থীর ২ বছরের বেতন মওকুফ করলো বিদ্যালয়

এবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ২০২১ ও ২০২২ সালের বেতন মওকুফ করে দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। এতে দুই বছর শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ কোনও টাকা নেবে না বিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের জন্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ হেদায়েত হোসেন মোর্শেদ।

এ সময় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে অনেক পরিবার আর্থিক সমস্যার মধ্যে আছে। বিদ্যালয়ের বেতন দিতে গিয়ে অনেক অভিভাবকের কষ্ট হচ্ছিল। ফলে অনেকে পড়ালেখা বন্ধ করে দিচ্ছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দুই বছরের জন্য সব শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাইজুল ইসলাম বলে, ‘করোনাকালে আমার বাবার কাজ না থাকায় স্কুলের বেতনের টাকা নিয়ে পরিবার চিন্তায় ছিল। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে বেতন মওকুফ করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমার বাবা-মাকে আর স্কুলের বেতন নিয়ে চিন্তা করতে হবে না।’

দশম শ্রেণীয় শিক্ষার্থী সামিয়া আক্তার বলে, ‘আমাদের মতো অনেক পরিবার আছে, যারা স্কুলের বেতনের টাকা নিয়ে চিন্তা করতে হয়। টাকার অভাবে অনেকের পড়ালেখা বন্ধ করে দেয়। আমাদের স্যারেরা যে পদক্ষেপ নিয়েছেন, তাতে অনেকের সুবিধা হবে। স্যারেরা যেহেতু আমাদের জন্য এত বড় সুবিধা করে দিয়েছেন আমরাও ভালো ফলাফল করে দেখিয়ে দেবো।’

সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ হেদায়েত হোসেন মোর্শেদ বলেন, ‘কোনও শিক্ষার্থীর যেন পড়ালেখা বন্ধ না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীর বেতন আগামী দুই বছরের জন্যে মওকুফ করা করা হয়েছে।’