সেই পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা

এবার সেই রাইড শেয়ার অ্যাপের সেই চালক শওকত আলম সোহেলকে একটি মোটরসাইকেল উপহার দিতে চায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন। শওকত রাজী থাকলে তিনি মোটরসাইকেলটি দ্রুত তাকে হস্তান্তর করবেন। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘‘আলহাজ শামসুল হক ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে। আমাদের অনেকগুলো কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচির একটি হলো ‘কর্জে হাসানা প্রজেক্ট’। এই প্রজেক্টের মাধ্যমে অনেককেই সাইকেল, ভ্যান দেওয়া হয়েছে।’

এই প্রজেক্টের কাজের জন্য একটা মোটরসাইকেল নেওয়া হয়েছিল। সেটি তাদের অফিসেই রয়েছে। সোমবার দুপুরে বাড্ডা লিংক রোডে শওকতের মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য দেখে নাসির উদ্দিন মর্মাহত হয়েছেন। তাই এই মোটরসাইকেলটি তিনি শওকতকে দিতে চান, যাতে তার জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন।

এ সময় নাছির উদ্দিন বলেন, ‘আমাদের প্রজেক্ট থেকে কেউ সহযোগিতা পেলে নিয়ম হচ্ছে সেটি ধীরে ধীরে শোধ করে দেওয়া। কিন্তু শওকতকে যেটি দেওয়া হবে, সেটার জন্য লোন শোধ করতে হবে না। আমি নিজেই তার দেনা শোধ করে দেবো। আমরা তাকে এটি উপহার দেবো।’