হংকংকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাঘীনিরা

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, এএফসি এশিয়ান কাপ মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছেন সাবিনারা। তবে দেশে ফেরার আগে বড় জয় পেল বাঘিনারা। প্রীতি ম্যাচে সফরে নিজেদের শেষ ম্যাচে হংকংকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনার দল।

দেশে ফেরার আগে আগে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে হংকং নারী জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বিকাল ৪টায় উজবেকিস্তানের জার একাডেমি মাঠে ম্যাচ শুরু হয় ম্যাচটি।

প্রীতি ম্যাচটিতে শুরু থেকেই আধিপত্য দেখায় সাবিনারা। একাই হংকংয়ের জালে ৪ গোল দেন অধিনায়ক সাবিনা। এছাড়াও তহুরা ১ গোল দেন। পূর্ণাঙ্গ সময়ে কোন গোল হজম না করেই ৫-০ তে জয় নিয়ে মাঠ ছাড়েন বাঘিনীরা।