১২৮ রান করে ফিরলেন মুমিনুল

আজ চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ‘এ’ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। দুজনই দিচ্ছিলেন শতকের ইঙ্গিত।

এদিকে ৮৫ বলে ৬৭ রান করে শান্ত বিদায় নিলে দলীয় ১৫৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৯০ বলে তখন ৮৩ রান করে ক্রিজে ছিলেন মুমিনুল, যিনি এইচপির ফিল্ডিংয়ের ভুলে জীবন পেয়েছিলেন ২৭ রানে। ওয়ান ডাউনে মুশফিকুর রহিম ক্রিজে নামলে মুমিনুল আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ফলে শতক পূর্ণ করতে বেশি সময় নেননি। শতক হাঁকানোর পর নিজেকে আরও খোলস থেকে বের করে আনেন, আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোণঠাসা করে ফেলেন এইচপির বোলারদের। তবে ১২৮ রানে আউট হয়ে মাঠ ছাড়েন মুমিনুল। তবে মুশফিক সাবলীলভাবে রান তুলে এগিয়ে যাচ্ছেন অর্ধশতকের পথে।

এই প্রতিবেদন লেখার সময় ৪০ ওভার ব্যাট করে ‘এ’ দলের সংগ্রহ ২৫০ রান, ২ উইকেট হারিয়ে। মুশফিক ৪০ বলে ৪৫ রান করে অপরাজিত রয়েছেন। এখন ‘এ’ দল হাঁটছে বড় সংগ্রহের পথে।