৩৩৯ রানে থামল শান্ত-সাদমানদের দলীয় ইনিংস

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে শান্ত-সাদমান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স ইউনিটের মধ্যকার দুটি চারদিনের ম্যাচের প্রথম ম্যাচে ‘এ’ দলের প্রথম ইনিংস থেমেছে ৩৩৯ রানে। দ্বিতীয় দিন অল্প সময় ব্যাট করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে তারা।

প্রথম দিন শেষে ‘এ’ দলের সংগ্রহ ছিল ২৬০ রান, ৫ উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্তর ৯৬ ও সাদমান ইসলামের ৫৮ রানের ইনিংসে ভর করে দল দিচ্ছিল বড় সংগ্রহের ইঙ্গিত।

তবে দ্বিতীয় দিন প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেনি টেস্ট ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দল। শেষ পাঁচটি উইকেট মাত্র ৭৯ রানে হারায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি। ফলে ‘এ’ দলের ইনিংস গুটিয়ে যায় ৩৩৯ রানে।

শান্ত-মিঠুনদের অলআউট করতে এইচপি দলের তরুণ বোলারদের বল করতে হয়েছে মোট ১২৪.১ ওভার।